OrdinaryITPostAd

কিভাবে হ্যাক হয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধার করবেন?

হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধারের নিয়মফেসবুকের উপর মানুষ এতোটাই নির্ভরশীল হয়ে গেছে যে বর্তমানে Facebook ছাড়া মানুষ চলতেই পারেনা। ফেসবুকে আমরা ছবি, ভিডিও শেয়ার থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করে থাকি, এমনকি আমাদের বন্ধু-বান্ধব, আত্নীয় স্বজন সহ বিভিন্ন মানুষের সাথে কথোপকথন আমরা Facebook Messenger এর মাধ্যমে করে থাকি। কিন্তু এই Facebook আমাদের অসাবধানতার কারনে অনেক সময় Hack হয়ে যায়। ফেসবুক আইডি হ্যাক হওয়ার কারনে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।

ফেসবুক আইডি হ্যাক হলে করনীয় কি? কিভাবে হ্যাক হয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধার করবেন?

আজকের এই আর্টিকেলে আমরা জানবো Facebook ID Hack হওয়ার কারন কি? আপনার Facebook Account Hack হলে কিভাবে বুঝবেন? কিভাবে হ্যাক হওয়া Facebook Account পুনরুদ্ধার করবেন? ফেসবুক আইডি হ্যাক হলে যেসব সমস্যার সম্মুখীন হতে হয়, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক থেকে বাঁচার উপায় কি? ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাওয়ার জন্য থানায় জিডি করার নিয়ম। চলুন বিষয়গুলো বিস্তারিত জেনে নেওয়া যাক।

ফেসবুক আইডি হ্যাক হওয়ার কারন 

আমাদের অসতর্কতার কারনেই বেশিরভাগ সময় আমাদের Facebook ID Hack হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন কারনে আমাদের ফেসবুক আইডি হ্যাক হতে পারে। ফেসবুক আইডি হ্যাক হওয়ার কারনগুলো নিচে আলোচনা করা হলো।

অপরিচিত লিংকে ক্লিক করা

হ্যাকাররা অনেক সময় Facebook ID Hack করার জন্য বিভিন্ন লিংক ক্রিয়েট করে মেসেঞ্জারে পাঠিয়ে থাকে। সেই লিংক এর টাইটেল অনেক আকর্ষণীয় হয়ে থাকে। যেমন: ৩০ জিবি ইন্টারনেট পাচ্ছেন মাত্র ৫০ টাকায়, ফ্রী তে আইফোন জিতে নিতে চাইলে ক্লিক করুন, অ্যাকাউন্ট খুললেই পেয়ে যাবেন ৫০০০ টাকা এই ধরনের লোভনীয় টাইটেল তারা ব্যবহার করে থাকে। লোভে পরে এই সমস্ত লিংকে ক্লিক করলেই আপনার আইডি Hack হয়ে যাবে।

শক্তিশালী পাসওয়ার্ড সেট না করা

শক্তিশালী পাসওয়ার্ড সেট না করার কারনেও Facebook ID Hack হয়ে থাকে। সহজ পাসওয়ার্ড হ্যাকাররা খুব সহজেই বের করে ফেলতে পারে। ফলে আপনার আইডি যেকোনো সময় আপনি হারিয়ে ফেলতে পারেন।

পাসওয়ার্ড অন্য কাউকে শেয়ার করা
আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড যদি আপনি অন্য কাউকে দিয়ে থাকেন তবে আপনার Facebook ID Hack হতে পারে। কারন আপনি যাকে বিশ্বাস করে আপনার ফেসবুকের পাসওয়ার্ড দিয়েছেন সে যদি বিশ্বস্ত না হয় তবে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড সে চেঞ্জ করে ফেলতে পারে এবং আপনার সকল ডকুমেন্ট ডিলিট করে দিতে পারে।

অন্য কারো ডিভাইসে বা পাবলিক কম্পিউটারে ফেসবুক আইডি লগইন করা
নিজের ডিভাইস ব্যতীত অন্য কারো ডিভাইসে বা পাবলিক কম্পিউটারে আপনার Facebook ID লগইন করলে ফেসবুক আইডি হ্যাক হতে পারে। আপনি যেকোনো প্রয়োজনে অন্য কারো ডিভাইসে আপনার Facebook ID লগইন করে যদি লগআউট করতে ভুলে যান তবেই পড়ে যাবেন বিপদে। আপনার অ্যাকাউন্টটি উক্ত ডিভাইসের মালিকের আন্ডারে চলে যাবে। আপনি আপনার আইডিটি হারাবেন।


অপরিচিত কারো ফ্রেন্ড রিকুয়েষ্ট এক্সেপ্ট করা
অপরিচিত কারো ফ্রেন্ড রিকুয়েষ্ট এক্সেপ্ট করলেও Facebook ID Hack হতে পারে। হ্যাকাররা অনেক সময় বিভিন্ন ফেক আইডি খুলে ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠিয়ে থাকে। সেই রিকুয়েষ্ট এক্সেপ্ট করার ফলে আপনার আইডিটি হ্যাক হয়ে যেতে পারে।

উপরিউক্ত কারনে সাধারণত ফেসবুক আইডি হ্যাক হয়ে থাকে। এতক্ষণ আমরা ফেসবুক আইডি হ্যাক হওয়ার কারনগুলো নিয়ে আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করবো আপনার Facebook Accountটি Hack হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন?

কিভাবে বুঝবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে?

Facebook Account Hack হয়েছে কিনা সেটি বুঝার নিয়ম অনেকেই জানে না। শুধু হ্যাকাররাই যে Facebook ID Hack করে তা কিন্তু নয় আপনার পরিচিত অনেকে আছে যারা আপনার ফেসবুকের পাসওয়ার্ড চুরি করে আপনার Facebook এ ঢুকে আপনার এক্টিভিটি চেক করে। আপনি কার সাথে চ্যাট করছেন, কি কি কথা বলছেন এগুলো দেখে থাকে। এতে করে আপনার প্রাইভেসি নষ্ট হয়। আপনার ফেসবুক অ্যাকাউন্টে কেউ প্রবেশ করছে কিনা সেটি জানার জন্য আপনাকে ৩ টি কাজ করতে হবে। এগুলো হলোঃ

এক্টিভিটি লগ চেক করা

এক্টিভিটি লগ চেক করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার আইডি কেউ ব্যবহার করছে কিনা। এক্টিভিটি লগ এ কি কি বিষয় সার্চ করা হয়েছে, কোন কোন ভিডিও দেখা হয়েছে, কোনো পোস্টে বা স্টোরি তে লাইক কমেন্ট করা হয়েছে কিনা সবকিছু দেখা যায়। এক্টিভিটি লগ চেক করে কোনো সন্দেহজনক কিছু দেখলে বুঝতে পারবেন আপনার আইডি Hack হয়েছে। 
এক্টিভিটি লগ চেক করার জন্য আপনাকে প্রথমে আপনার ফেসবুকে ঢুকতে হবে এরপর উপরে ডান কোনায় আপনার প্রোফাইলের উপর ক্লিক করুন। এবার নিচের দিকে এসে Settings & privacy তে ক্লিক করার পর আবার Settings এ ক্লিক করুন। এরপর নিচের দিকে স্ক্রল করে আসার পর Activity log অপশন টি দেখতে পাবেন। সেখানে ক্লিক করে আপনার এক্টিভিটি লগ চেক করুন।

লগইন ইনফরমেশন চেক করা

আপনি লগইন ইনফরমেশন চেক করার মাধ্যমে জানতে পারবেন কোন ডিভাইস থেকে কত তারিখে কয়টার সময় আপনার অ্যাকাউন্টে লগইন করা হয়েছিল। এমনকি IP Address ও সেখানে উল্লেখ থাকবে। সেখানে কোনো সন্দেহজনক ডিভাইস অর্থাৎ যেই ডিভাইস আপনি ব্যবহার করছেন সেটা ব্যতীত অন্য কোনো ডিভাইস দেখলে সেটি  রিমুভ করে দিন।

লগইন ইনফরমেশন চেক করার জন্য আপনাকে আবার Activity log অপশনে যেতে হবে (উপরে Activity log অপশনে যাওয়ার সিস্টেম লিখা আছে)। এরপর Security and login information এ ক্লিক করে Where you're logged in এ ক্লিক করলেই কোন কোন ডিভাইস দ্বারা আপনার অ্যাকাউন্ট লগইন হয়েছে তা দেখতে পাবেন।

লোকেশন হিস্ট্রি চেক করা

যদি আপনার ফেসবুকে লোকেশন হিস্ট্রি চালু থাকে তবে আপনার অ্যাকাউন্টে অন্য কেউ প্রবেশ করলে সে যেই জায়গা থেকে আইডি তে লগইন করবে সেই লোকেশন ফেসবুকে লিপিবদ্ধ হয়ে থাকবে। ফলে লোকেশন হিস্ট্রি চেক করার মাধ্যমেও আপনি বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্ট Hack হয়েছে কিনা। 

লোকেশন হিস্ট্রি চেক করার জন্য আপনাকে Facebook অ্যাপে প্রবেশ করে উপরে ডান কোনায় প্রোফাইল আইকনের উপর ক্লিক করুন। এরপর নিচের দিকে স্ক্রল করে এসে Settings & Privacy থেকে  Privacy Shortcuts এ ক্লিক করুন। এবার Manage Your Location Settings এ ক্লিক করুন। তারপর Location History থেকে View Your Location History তে ক্লিক করলেই কোন কোন লোকেশন থেকে আপনার অ্যাকাউন্টে লগইন হয়েছে তা দেখতে পাবেন।

যেভাবে হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধার করবেন

যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে তবে চিন্তার কোনো কারন নেই, আপনি কয়েকটি পদ্ধতি অবলম্বন করে আপনার অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করতে পারবেন। যেভাবে Hack হয়ে যাওয়া Facebook Account পুনরুদ্ধার করবেন তা নিচে আলোচনা করা হলোঃ 

পাসওয়ার্ড পরিবর্তন

আপনি যদি বুঝতে পারেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে এবং আপনার অ্যাকাউন্টটি যদি লগইন করা থাকে তবে আপনি খুব দ্রুত আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন। তবে এই কাজটা খুব দ্রুতই করতে হবে কারন Hacker যেকোনো সময় আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলতে পারে। তখন আপনি ইচ্ছা করলেও আর পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন না। 

আরো পড়ুনঃ ইনস্টাগ্রাম মার্কেটিং কি? | কিভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হয়?

পাসওয়ার্ড রিসেট করা

Hacker যদি ইতোমধ্যে আপনার Facebook Account এর পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলে তবে আপনাকে পাসওয়ার্ড রিসেট করতে হবে। কারন পাসওয়ার্ড পরিবর্তন করে ফেললে আপনি আর আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না। পাসওয়ার্ড রিসেট করার জন্য আপনাকে Facebook অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করে Forgotten Password এ ক্লিক করতে হবে। এরপর আপনার Email address or Mobile number দিয়ে Search এ ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি খুঁজে বের করতে হবে। 

এবার Try another way তে ক্লিক করার পর Reset your password এর অপশন আসবে সেখান থেকে কোন অপশনে আপনি পাসওয়ার্ড রিসেট কোড পেতে চান সেই অপশন সিলেক্ট করে Continue তে ক্লিক করলে ফেসবুক থেকে পাসওয়ার্ড রিসেটের জন্য কোড পাঠিয়ে দিবে। এবার যেই কোডটি আপনাকে পাঠানো হবে সেই কোডটি লিখে Continue তে ক্লিক করতে হবে। এরপর আপনাকে নতুন পাসওয়ার্ড সেট করতে বলবে। এখন আপনি নতুন পাসওয়ার্ড সেট করে Continue তে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে তবে অবশ্যই নিচে লিখা Log out of other devices এই অপশনটি সিলেক্ট করে দিবেন যাতে হ্যাকারের ফোন থেকে আপনার অ্যাকাউন্টটি লগআউট হয়ে যায়। 

ফেসবুক কর্তৃপক্ষের কাছে অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য আবেদন

হ্যাকার যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় দেওয়া মোবাইল নম্বর এবং ইমেইল এড্রেস পরিবর্তন করে ফেলে তবে আপনি আর পাসওয়ার্ড রিসেট করতে পারবেন না। এই অবস্থায় আপনার অ্যাকাউন্ট ফিরে পেতে হলে আপনাকে Facebook কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। ফেসবুক কর্তৃপক্ষের কাছে অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য যেই স্টেপ গুলো ফলো করতে হবে তা নিচে আলোচনা করা হলোঃ

১. প্রথমে আপনাকে www.Facebook.com/hacked এই লিংকে প্রবেশ করতে হবে। 

২. লিংকে প্রবেশ করার পর আপনার সামনে নিচের ছবির মত একটা ইন্টারফেস আসবে। এবার My Account is Compromised এ ক্লিক করুন। 

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে করনীয়

৩. এখন আপনি যেই অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করতে চান সেই অ্যাকাউন্টের ইউজার নেম অথবা অ্যাকাউন্ট কোড নং( অ্যাকাউন্টের লিংক কপি করে শুধু ইউজার নেম টুকু রেখে বাকি টুকু ডিলিট করে দিন এক্ষেত্রে অনেকের ইউজার নেম থাকে না কোড থাকে সেক্ষেত্রে শুধু কোড টুকু রেখে বাকি সব কিছু ডিলিট করে দিন) লিখে আপনার অ্যাকাউন্টের পুরোনো পাসওয়ার্ড টি দিন এবং Login এ ক্লিক করুন।

ফেসবুক আইডি হ্যাক হলে কিভাবে পুনরুদ্ধার করবেন

৪. এবার আপনি নিচের ছবির মতো একটি ইন্টারফেস দেখতে পাবেন। সেখানে আপনি Someone else got into my account without my permission এই অপশনটি সিলেক্ট করে Continue তে ক্লিক করুন।

ফেসবুক আইডি হ্যাক হলে কিভাবে রিকভার করবেন

৫. তারপর Get Started এ ক্লিক করুন।

ফেসবুক আইডি হ্যাকড

৬. এরপর Continue তে ক্লিক করুন।

How to recover your facebook account

৭. এবার নতুন একটি পাসওয়ার্ড দিয়ে Continue তে ক্লিক করুন। সবশেষে Go to news feed এ ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটি আপনি পুনরায় ফিরে পাবেন। 

Facebook account hacked

ফেসবুক আইডি হ্যাক হলে যেসব সমস্যার সম্মুখীন হতে হয়

ফেসবুক আইডি হ্যাক হলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। সমস্যাগুলো নিচে আলোচনা করা হলোঃ

  • Facebook ID Hack হলে হ্যাকাররা আপনার পরিচিতদের বিভিন্ন ধরনের আজেবাজে এসএমএস, ছবি, ভিডিও ইত্যাদি পাঠাতে পারে। এতে করে আপনার পরিচিতদের কাছে আপনার ইমেজ নষ্ট হবে। এছাড়াও আপনার প্রোফাইলে বিভিন্ন খারাপ ভিডিও আপলোড করতে পারে। তাই যখনি আপনি বুঝতে পারবেন আপনার Facebook Account Hack হয়েছে তখনই আপনার পরিচিত বন্ধু-বান্ধব, আত্নীয়স্বজন দের ফোন করে বা এসএমএস এর মাধ্যমে বিষয়টি জানান। 
  • আপনি কাকে এসএমএস পাঠাচ্ছেন, কি কি কথা বলছেন সবকিছুই Hacker রা গোপনে দেখে থাকে, ফলে আপনার প্রাইভেসি নষ্ট হবে।
  • অনেক সময় হ্যাকাররা আপনার পরিচিতদের কাছে আপনি সেজে বড় এমাউন্টের টাকা চেয়ে থাকে। তারা যদি না বুঝে টাকা পাঠিয়ে দেয় তবে এই টাকা আর ফেরত পাওয়া সম্ভব হয় না।
  • আপনার অ্যাকাউন্ট হ্যাক করার মাধ্যমে আপনার প্রয়োজনীয় সকল তথ্য হ্যাকার জেনে যাবে। এতে করে আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন।
  • Hacker আপনার আইডি Hack করে আপনার অ্যাকাউন্টের ফোন নম্বর, ইমেইল এড্রেস পরিবর্তন করে ফেললে আপনি আর অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না। তখন অ্যাকাউন্টের কন্ট্রোল হ্যাকারের হাতে থাকবে।

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক থেকে বাঁচার উপায়

বর্তমানে আমরা ফেসবুকের উপর এতো বেশি নির্ভরশীল যে আমাদের পক্ষে Facebook ব্যবহার বাদ দেওয়া সম্ভব নয়। তবে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক থেকে বাঁচার বেশ কিছু উপায় রয়েছে। এখন আমরা Facebook Account Hack থেকে কিভাবে বাঁচা যায় তা নিয়ে আলোচনা করবো।

যেকোনো লিংক ক্লিক করার আগে সতর্ক হওয়া

ফেসবুকের নিউজফিডে আমরা বিভিন্ন ধরনের লিংক দেখতে পাই এছাড়াও আমাদের মেসেঞ্জারে অনেক ধরনের লিংক আসে সেই লিংক গুলোতে ক্লিক করার আগে অবশ্যই যাচাই করতে হবে যে এটা কোনো Fake link কিনা। fake link চিনার জন্য বানানের দিকে অবশ্যই নজর দিবেন। 

কারন হ্যাকাররা বড় বড় ওয়েবসাইটের নাম গুলোই ব্যবহার করে থাকে। যেমন: Facebook লিখা টা কে তারা ffacebook, facebok, facebookk এই ভাবে লিখে মানুষকে বোকা বানায়। আপনি যদি বানান চেক না করে লিংকে ক্লিক করেন তবে আপনার অ্যাকাউন্টটি আপনি হারিয়ে ফেলবেন। কোনো লোভনীয় অফার দেখলে চিন্তাভাবনা না করে লিংকে ক্লিক করবেন না। অবশ্যই আগে যাচাই করে নিবেন।

থার্ড পার্টি অ্যাপ ব্যবহারে সতর্ক থাকা

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক থেকে বাঁচার জন্য থার্ড পার্টি অ্যাপ ব্যবহারে সতর্ক হতে হবে। থার্ড পার্টি অ্যাপ গুলো ব্যক্তিগত তথ্য চুরি করে থাকে। আপনি Facebook থেকে যদি কোনো থার্ড পার্টি অ্যাপে লগইন করে থাকেন তবে এখনি লগআউট করে সমস্ত তথ্য মুছে দিন।

অন্য কাউকে পাসওয়ার্ড না দেওয়া

অন্য কাউকে পাসওয়ার্ড দেওয়া থেকে বিরত থাকবেন। কারন আপনি যাকে বিশ্বাস করে পাসওয়ার্ড দিবেন সে যেকোনো ছোটখাটো ব্যাপারে কোনো ঝামেলা হলে আপনার অ্যাকাউন্ট Hack করতে পারে। তাই যত কাছের মানুষ ই হোক না কেন পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন।

শক্তিশালী পাসওয়ার্ড সেট করা

আপনার ফেসবুকের পাসওয়ার্ড অবশ্যই শক্তিশালী হওয়া প্রয়োজন। সহজ পাসওয়ার্ড হ্যাকাররা খুব সহজেই অনুমান করতে পারে ফলে যেকোনো সময় আইডি Hack হতে পারে। তাই আপনি মনে রাখতে পারবেন এমন একটি শক্তিশালী পাসওয়ার্ড সেট করবেন।

টু ফেক্টর অথেনটিকেশন সিস্টেম চালু রাখা

Facebook Account Hack থেকে বাঁচার জন্য আপনাকে টু ফেক্টর অথেনটিকেশন সিস্টেম চালু করতে হবে। টু ফেক্টর অথেনটিকেশন সিস্টেম চালু থাকলে কেউ আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানলেও সে আপনার অ্যাকাউন্টে লগইন করতে পারবে না। লগইন করার জন্য টু ফেক্টর অথেনটিকেশন কোডের প্রয়োজন হবে। এই কোডটি আপনার মোবাইল নম্বর অথবা ইমেইলে প্রেরণ করা হবে। তাই এই সিস্টেম চালু থাকার ফলে আপনার আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা কমে যাবে।

পাবলিক কম্পিউটারে ফেসবুক ব্যবহারে সতর্কতা

পাবলিক কম্পিউটারে Facebook ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। খুব বেশি প্রয়োজন না হলে পাবলিক কম্পিউটারে কখনোই আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগইন করবেন না। নিতান্তই লগইন করার প্রয়োজন হলে ব্যবহার শেষে অবশ্যই লগআউট করে দিবেন এবং যেই ব্রাউজার দিয়ে লগইন করবেন সেখানে হিস্ট্রি ক্লেয়ার করে দিবেন।

ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাওয়ার জন্য থানায় জিডি করা

আপনার Facebook Accountটি যদি খুব বেশি তথ্যবহুল হয় এবং খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে তবে দেরি না করে আপনার নিকটস্থ থানায় জিডি করুন। কারন Facebook কর্তৃপক্ষকে অভিযোগ জানানোর পর অ্যাকাউন্ট রিকভার হতে অনেক ক্ষেত্রে সময় লেগে যায়। এই সময়ের মধ্যে হ্যাকার আপনাকে বিপদে ফেলতে পারে। তাই বিলম্ব না করে অতিশিঘ্র পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ করুন। জিডি করার জন্য আপনাকে দুইটি এপ্লিকেশন লিখতে হবে সেখানে আপনার ফেসবুক আইডির নাম, মোবাইল নম্বর, ইমেইল এড্রেস দিতে হবে। 

এই এপ্লিকেশন দুইটি থানায় জমা দিলে তারা দুইটি এপ্লিকেশনেই সিল মেরে একটি আপনাকে দিয়ে দিবে এবং আরেকটি জমা নিবে। এরপর আপনার জিডির কপি, ভোটার আইডি কার্ডের কপি ও ইমেইল এড্রেস cyber@police.gov.bd এই ইমেইল এড্রেসে মেইল করতে হবে। পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটি পুনরুদ্ধারের কাজ সম্পন্ন হলে আপনাকে তারা জানিয়ে দিবে। এছাড়াও আপনি সাইবার ক্রাইমের ইমেইলেও অভিযোগ জানাতে পারেন cyberhelp@dmp.gov.bd এই ঠিকানায়। 

শেষকথা

আজকের এই পোস্টে আমরা জানলাম Facebook ID Hack হওয়ার কারন কি? আপনার অ্যাকাউন্ট হ্যাক হলে কিভাবে বুঝবেন? কিভাবে হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধার করবেন? ফেসবুক আইডি হ্যাক হলে যেসব সমস্যার সম্মুখীন হতে হয়, Facebook Account Hack থেকে বাঁচার উপায় কি? ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাওয়ার জন্য থানায় জিডি করার নিয়ম। আজকের এই আর্টিকেলে ফেসবুক আইডি হ্যাক সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি আর্টিকেলটি পুরোটা পড়ে থাকেন তবে Facebook ID Hack নিয়ে আর কোনো চিন্তা আপনার থাকবে না। এরপরও Facebook ID Hack সম্পর্কিত আরও কোনো তথ্য জানার থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আজকের আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

লিডিং আইটি বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪